আপডেট: আগস্ট ১২, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে এক ভুয়া ট্রাফিক সার্জেন্ট কে আটক করা হয়েছে। মঙ্গলবার(১১ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে শহরের মানিকের মোড় এলাকা থেকে আটক করে। সে পৌর শহরের বাড়াইপাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে পিয়াল (২৫)।
ভুয়া ট্রাফিক সার্জনকে আটকের সময় তার সঙ্গে থাকা অপর তিনজন দ্রুত পালিয়ে যায়। জানা যায়, উক্ত পিয়াল নিজেকে নীলফামারীর ট্রাফিক সার্জন বরকত পরিচয় দিয়ে তিনটি মোটরসাইকেল আটক করে কাগজপত্র চায়। এরপর ছেড়ে দেয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে। ঘটনাটি বুঝতে পেরে এক ব্যক্তি প্রকৃত ট্রাফিক সার্জন বরকতকে মোবাইলে ঘটনাটি জানালে তাৎক্ষনিক প্রকৃত ট্রাফিক সার্জন বরকতকে নীলফামারী থানায় অবগত করে।
নীলফামারী থানার নবাগত ওসি কেএম আজমিরুজ্জামান জানায়,খবর পেয়ে তাৎক্ষনিকভাবে শহরের মানিক মোড়ে থানা পুলিশ অভিযান চালিয়ে পিয়ালকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়। তাদেরকেও চিহিৃত করে আটকের চেষ্টা করা হচ্ছে।