আপডেট: আগস্ট ৭, ২০২০
শত সহস্র বছর পূর্বে
এসেছি আমরা এই ধরাতে।
সৃষ্টি থেকেই করেছি আমরা
মানুষ নামক পদবি ধারণ,
কিন্তু মোদের মানুষ বলতে
রয়েছে আজও মহাবারণ।
নীতির বদল হয়নি আজও
নিত্য ধ্বংসের মেলা;
জীবন্ত মানুষ পুড়িয়ে মারা
এ কেমন নিষ্ঠুর খেলা।
প্রতিনিয়তই ঘটছে মৃত্যু,
হচ্ছে ধর্ষণ খুন;
কুমারী মেয়ের মুখ কেন পোড়ায়
সাদা এসিডের আগুন।
পাচার নামক মহাপ্রলয়ে
শিশুরাও যায় না বাদ;
আড়াই বছরের শিশুকে ধর্ষণ করে
মিটাই আমাদের যৌনের স্বাদ!!
আধাঁরের নিস্তব্ধ পথে
যদি থাকে কোনো নর দাঁড়িয়ে-
সেটা দেখে কেন আমার বোনের বুক
নীরব ভয়ে কেঁপে ওঠে?
পিতা কেন বুঝে না পুত্রের মনোভাব?
সন্তানই বা কেন করে পিতা-মাতাকে হত্যা?
ষাট বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা-
এটা কোন কালের সভ্যতা?
করোনার বিষাক্ত ছোবলে
কাঁপছে যখন সারাদেশ,
রক্ষাকর্তারাই আনন্দে তখন
চাল,তেল নিয়ে কাটাচ্ছে সময় বেশ।
আমার বুয়েট পড়ুয়া ভাই
খুন হলো দিন-দুপুরে,
তবুও ভাঙলো না খুনিদের পুষ্পশয্যা!
ছিঃ!……. কি লজ্জা!!…….