৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

গাইবান্ধায় করোনায় নতুন আরও ১৭ জন আক্রান্ত

আপডেট: জুলাই ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : সাধারণ ছুটি, লকডউন, এলাকাভিত্তিক রেডজোন, নিরাপদ শারীরিক দুরত্ব, স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ নানান কৌশল বা পদক্ষেপ কোন কিছু কাজে আসছে না। সাড়ে পাঁচ মাসেও রাশ টানা যায়নি করোনাভাইরাসের সংক্রমণ। নতুন সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় রবিবার (২৬ জুলাই) জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৭ জন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে আটটায় প্রাপ্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুসারে গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত ৬০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। তবে করোনার সংক্রমণের মধ্যেই আশার আলো এর সুস্থতার সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এ পর্যন্ত জেলায় ৩২৬ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন ওই রোগ থেকে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে সদরে ৪ জন, গোবিন্দগঞ্জে ৪ জন, সুন্দরগঞ্জে ২ জন, সাঘাটায় ১ জন, ফুলছড়িতে ২ জন, পলাশবাড়ীতে ৩ জন এবং সাদুল্লাপুর উপজেলায় ১ জন রয়েছেন। করোনায় আক্রান্ত ৬০৮ জনের মধ্যে গোবিন্দগঞ্জে সর্বাধিক ২১৯ জন রয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২২০ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, জেলায় করোনা পজিটিভ কেসগুলোর অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 

নেক্সটনিউজ/জে.আলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network