আপডেট: জুলাই ২৫, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী সদর উপজেলার ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদের সুষ্ঠু সুন্দরভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ভিজিএফ’র চাল বিতরণ চলছে। শনিবার (২৫ জুলাই) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে সকালে থেকে ভিঝিএফ’র চাল বিতরণ শুরু হয়। ইটাখোলা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইটাখোলা ইউনিয়নে মোট ভিজিএফ’র সুবিধাভুগী ৬৫৪৭ জন ।
ইটাখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভিজিএফ সুবিধাভোগি জাহেদা বেগম বলেন,“ ভালো করি চাউল বিতরণ করেছে এত্তোনা চাউলো কম না দেয়।” ভিজিএফ সুবিধাভোগী আব্দুস ছাত্তার বলেন, চালের বস্তা আমাদের সামনেই খুলে চাল দিচ্ছে এবং আমরা চাল ১০ কেজি করেই পাচ্ছি। এছাড়া এবারের চালটা দেখতেছি অনেক ভাল মানের।”
ইটাখোলা ইউনিয়নের ইউপি সদস্য মজিবুল ইসলাম বলেন,“ আমরা সুষ্ঠ সুন্দর ভাবে চাল বিতরণ করছি। আমরা গরিব হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ’র চালের কার্ড দিয়ে এসেছি।”
ইটাখোলা ইউনিয়ন পরিষদে নিয়োজিত ট্যাগ অফিসার বলেন,“ সুষ্ঠভাবে ইটাখোলা ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ হচ্ছে।”
ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশিদ মন্জু বলেন,“ প্রতিবারের ন্যায় এবারো আমরা সুষ্ঠু সুন্দরভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ভিজিএফ’র চাল বিতরণ করছি। সুষ্ঠু সুন্দর ভাবে ভিজিএফ’র চাল বিতরণে আমার ইউনিয়নের ইউপি সদস্য মজিবুল ইসলাম সহ সকল সদস্য অগ্রনি ভূমিকা পালন করছে।