আপডেট: জুলাই ২১, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন এর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে সুস্থতা লাভের জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান সুমন এর উদ্দ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন শেখ সাব্বির হাসান। আরও উপস্থিত ছিলেন আশরাফুল মুজিব খান সন্ধি, খালেদ সামস অপু, সিকদার তৌফিকুর রহমান রেসি, নাজিবুল ইসলাম খান, লিখন আহমেদ, ইমতিয়াজ খান সিয়াম, অনির্বাণ সাহা সহ আরও অনেকেই। উল্লেখ্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারির প্রথম থেকেই ত্রাণ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে এসেছেন। বিশেষ সূত্রে জানা যায়, তিনি গত ১৯/০৭/২০২০ তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।