৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

নাগরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট: জুলাই ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

মোঃ আজিজুল হক বাবু, নাগরপুর(টাংগাইল) থেকে : টাঙ্গাইলের নাগরপুরে বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলি জমি। আকস্মিক পানি বেড়ে যাওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারেনি কৃষক।
তলিয়ে যাওয়া বাড়ির উঠানে গৃহপালিত পশুপাখি নিয়ে মানবেতর জীবন যাপন করছে সাধারণ মানুষ। করোনাকালীন এ সময়ে সাধারণ মানুষের সকল আয়ের উৎসও বন্ধ।
ঠিক এসময় উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই),উপজেলার সদর ইউনিয়নে বাবনাপাড়া দাখিল মাদ্রাসায় বন্যায় আশ্রয় নেয়া ২২টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় তাদের মাঝে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি,ইউপি সদস্য রহম আলী মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা উপজেলা প্রশাসনের পক্ষে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছি। এভাবে উপজেলার ১২ টি ইউনিয়নেই অসহায় বন্যার্তদের জন্য সরকারী সাহায্য পাঠানো হয়েছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network