৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির কার্যক্রম জোরদার

আপডেট: জুলাই ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই ভারতীয় সীমান্তবর্তী। তাই আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা গুলিতে মাদক ও চোরাচালান বিরোধী নানা কার্যক্রম জোরদার করেছে ঠাকুরগাঁও বিজিবি।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম (পিএসসি) । এছাড়াও গত কয়েক দিনের অব্যাহত কার্যক্রম ও অভিযানে জেলার কাঠালডাঙ্গি, রতœাই, ডাবরী সহ অন্যান্য সীমান্ত গুলিতে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল ও চোরাই গরু উদ্ধার করেছে।

 

৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার এর মাদকদ্রব্যের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতিকে অটুট রাখার স্বার্থে ঠাকুরগাঁও সীমান্তে টহল ও অপারেশন সহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বিজিবিসহ অসামরিক প্রশাসন কর্তৃক সভা সেমিনারের মাধ্যমে মাদকের কুফল ও সীমান্ত হত্যা রোধে চোরাচালান সহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের নানা দিক সম্পর্কে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network