আপডেট: জুলাই ১৮, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীর পানিতে ডুবে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে কুলিক নদীর আরভি স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত ওই সেনা সদস্যের নাম আশিক রহমান (২৪)।
তিনি উপজেলার ভান্ডারা গ্রামের মোস্তফা কামালের ছেলে। পরিবারের লোকজন জানায়, গেল দুই বছর হলো তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ীতে এসেছেন কয়েকদিন হলো। শনিবার সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। রাণীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।