আপডেট: জুলাই ১৭, ২০২০
রওশন হাবিব, গাইবান্ধা থেকে : ডা: মো:মশিউর রহমান,শিশু বিশেষজ্ঞ,এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। তার দেয়া সাক্ষাতকারটি হুবহু তুলে ধরা হলো :
১) করোনা থেকে বাচ্চাদের প্রোটেকশন কিভাবে দেবো ? অসুস্থ্য ব্যাক্তি থেকে বাচ্চাদের দুরে রাখুন। বাচ্চাদের হাত ধোঁয়ার অভ্যাস করান, ২ বছর বা তার উপরের বাচ্চাদের মাস্ক পড়াবেন,অন্যদের থেকে ৬ফিট দুরত্ব বজায় রাখবেন।
২) বাচ্চাদের কি ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ? বাচ্চাদের পরিমিত খাবার খাওয়াবেন। ৬-৮ঘন্টা প্রতি দিন ঘুমানোর ব্যাবস্থা করবেন, নিয়মিত ব্যায়াম করাবেন ৩০মিনিট। প্রযোজ্য ক্ষেত্রে আদা, লেবু, গ্রীন টি, লং, দারচিনি, ভিটামিন-সি ও ডি যুক্ত খাবার খাওয়াবেন।
৩) বাচ্চাদের টিকা দিব কিনা ? অবস্যই স্বাস্থ্য বিধিমালা মেনে টিকা নিদিষ্ট সময়ে দেবেন। আপাতত booster dose নিয়ে চিন্তা করবেন না, পারত পক্ষে না দেয়ই ভালো তাহলে বাচ্চার expose কম হবে।
৪) করোনা হলে মায়ের দুধ বাচ্চাকে খাওয়াবো কিনা ? স্বাস্থ্য বিধি মেনে অবশ্যই মায়ের দুধ খাওয়া নো যাবে। আজ পর্যন্ত কনো গবেষণায় মায়ের দুধ এ করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নাই।
৫) কাদের করোনা টেস্ট করাবো ? যারা ইনফ্লুয়েঞ্জার মত সমস্যা ভুগছে তাদের। যাদের অপারেশন কারাতে হবে তাদের। যারা হাসপাতালে ভর্তি আাছে ক্যানসার,ডায়াবেটিস ক্রনিক কিডনি জনিত রোগ ইত্যাদি নিয়ে।
৬) কিভাবে বুঝবো বাচ্চাদের মারাত্বক লক্ষন ? যদি ক্রমাগত উচ্চ মাত্রার জ্বর বা ৭দিন পরও জ্বরের উচ্চ মাত্রা। দ্বিতীয় ধাপে যদি জ্বর আসে ,শ্বাসের গতি বেড়ে গেলে। শরীরে অক্সিজেন এর মাত্রা (৯৪%) এর কম হলে। উল্লেখিত বিষয়সমূহ যদি আমরা খেয়াল রাখি তাহলে সহজেই আমারা আমাদের বাচ্চাদের ভালো রাখতে পারবো।
৭) মা যদি করোনা যুক্ত হয়ে ডেলিভারি হয় ? সে ক্ষেত্রে বাচ্চাদের করোনা পজিটিভ হওয়ার তথ্য পাওয়া যায় নাই বা বাচ্চার ওজন কম, অপরিপক্ক বা বিকালংগ হওয়ারও তথ্য কনো গবেষণায় পাওয়া যায় নাই। এর জন্য হয়তো আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
৮) করোনার সংবাদ ? বাচ্চাদের দেবেন না এবং নিজেরও দিনে একবার এর বেশি শুনবেন না।তাহলে বাচ্চারা আতংকিত হবে।