২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

করোনা সন্দেহে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে, পুলিশ নিলো হাসপাতালে

আপডেট: জুলাই ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : করোনা উপসর্গে অসুস্থ ছোবাহান আলী (৭৫) নামের এক বৃদ্ধ বাবাকে উল্লাপাড়ার পৌরবাস টার্মিনালের পাশে সোমবার রাতে ফেলে যায় তার ছেলে। পরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস-এর নেতৃত্বে টহল পুলিশ ছোবাহান আলীকে হাসপাতালে ভর্তি করে। তিনি উল্লাপাড়া উপজেলার মানিকদিয়ার গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, অসুস্থ ছোবাহান আলী পুলিশকে জানিয়েছে কয়েকদিন ধরে তিনি করোনা উপসর্গে অসুস্থ হয়েছিলেন। সোমবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হলে ছেলে নজরুল ইসলাম তাকে বাড়ি থেকে নিয়ে এসে পৌর বাস টার্মিনালের পাশে পরিত্যক্ত স্থানে রেখে চলে যায়। যাবার সময় তার ছেলে বাবাকে বলে তুমি এক রাত এখানে থাকো, আগামীকাল নিয়ে যাবো। পরে পৌরবাস টার্মিনালের পাশের হোটেল মালিকেরা থানায় খবর দেয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস ও উপ-পরিদর্শক নুরে আলমসহ টহল পুলিশ দলকে নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা অসুস্থ ছোবাহানকে উদ্ধার করে প্রথমে তাকে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে ভেন্টিলেটার না থাকায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ছোবাহান সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার অসুস্থ ছোবাহানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network