২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

রায়পুরা প্রেসক্লাবে জেলা প্রশাসক কর্তৃক কম্পিউটার প্রদানের ফলে সাংবাদিকদের গতি বৃদ্ধি পেয়েছে

আপডেট: জুলাই ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

হারুনুর রশীদ, নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে নরসিংদী জেলার নন্দিত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন কর্তৃক কম্পিউটার প্রদান।
বৃহস্পতিবার দুপুরে রায়পুরা প্রেসক্লাবে কম্পিউটার গ্রহণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

নন্দিত জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের পক্ষে রায়পুরা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান ও উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রায়পুরা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন, ফারুক মিয়া, সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন, সহ সহভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কোষাধক্ষ অজয় সাহা, দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, কার্যকরী কমিটির সদস্য ফজলুল হক খোকা, মো. শাহিন, সাবেক সভাপতি মো. বশির মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তুফা খাঁন সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এম. নূর উদ্দিন। উক্ত অনুষ্ঠানের সভাপত্ত্বিত করেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম লিটন।
আলোচনা সভায় বক্তৃতায় দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে মতামত ব্যক্ত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network