আপডেট: জুলাই ৮, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব কার্যালয় মিলনায়তনে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক ২০২০-২০২২ দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী সভাপতি প্রশান্ত সাহা, বিদায়ী সাধারণ সম্পাদক রক্তিম বসাক নবনির্বাচিত সভাপতি রনজিৎ বসাক ও সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু’র হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার হস্তান্তর করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. মো. আশফাক হোসেন নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি-রনজিৎ বসাক, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু, সহ-সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেশ্বর বসাক, দপ্তর সম্পাদক অভিজিৎ বসাক, কার্য নির্বাহী সদস্য উদ্দীপ ভৌমিক, অঞ্জন দত্ত ও দিলীপ কুন্ডু।