আপডেট: জুলাই ৮, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : কর্মস্থলে যোগদান করেছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনি। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল জনাব মোঃ আতাউল গনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার জনাব শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) জনাব মোছাঃ মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব মোঃ বজলুর রশীদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ শহিদ উল্লাহসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
টাঙ্গাইলে যোগদানের পূর্বে তিনি মেহেরপুরের ডিসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্বপালন করেছেন।