২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় সিনিয়র সাংবাদিক ও উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এ আর জাহাঙ্গীর করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি দৈনিক ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা হিসেবে কর্মরত। সপ্তাহ খানেক ধরে তার করোনা উপসর্গ দেখা দেয়। পরে গত ৪ তারিখে স্বাস্থ্যবিভাগ তার নমুনা সংগ্রহ করে। মঙ্গলবার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জাহাঙ্গীরের চিকিৎসা দিচ্ছে। এ আর জাহাঙ্গীর তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, উল্লাপাড়ায় সাংবাদিক এ আর জাহাঙ্গীর সহ মঙ্গলবার মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের তিন জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। এ নিয়ে এখন পর্যন্ত উল্লাপাড়ায় মোট ৬০ জনের করোনা শনাক্ত হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network