১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবলীগ

আপডেট: জুলাই ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

মোঃ আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) থেকে : কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা যুবলীগ । ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ এই ¯েøাগানকে ধারণ করে এ কর্মসূচি পালন করেছে নাগরপুর আওয়ামী যুবলীগ। আজ সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা গয়হাটা ইউনিয়নের কবি নজরুল উচ্চ বিদ্যালয় এবং অগ্নীবীণা আইডিয়াল কলেজ মাঠে এই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এ প্রসঙ্গে যুগ্ম আহবায়ক মীর মুশফিক হোসেন শৈবাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে করোনার মহামারিতে অল্পসংখ্যক কর্মী নিয়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে আমরা এ কর্মসূচিতে করেছি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বানিজ, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা সহ যুবলীগের নেতা কর্মীবৃন্দ প্রমূখ। এ সময় উপস্থিত সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি ফলজ, বনজ ও ঔষধিসহ তিনটি করে গাছের চারা রোপন করার জন্য অনুরোধ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network