আপডেট: জুলাই ৬, ২০২০
মোঃ আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) থেকে :টাঙ্গাইলের নাগরপুরে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল আওয়াল (৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।গত রবিবার রাত ১১টার দিকে উপজেলার টেংড়ীপাড়ার বিলে এ ঘটনা ঘটে। আব্দুল আওয়াল উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংড়ীপাড়া গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে। তিনি স্কুলের দপ্তরির কাজ থেকে অবসর নিয়ে বাড়িতেই সবজি চাষ করতেন এবং মাঝে মাঝে বিলে মাছ ধরতেন।পরিবারে দুই ছেলে ও এক মেয়ের রেখে তিনি মৃত্যু বরণ করেন।পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত রবিবার সকালে ওই বৃদ্ধ বাড়ির পাশে টেংড়ীপাড়া বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন।তবে বিকাল হলেও তিনি বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন বিলে খোঁজা-খোঁজি করেও তাকে পাননি।ওই রাতেই তার লাশ প্রায় ১১টার সময় বিলে ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।এ বিষয়ে ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বিলে মাছ ধরার সময় হঠাৎ নিখোঁজ হন আওয়াল।পরে এলাকাবাসী বিলে খোঁজাখুজি করে রাতে তার লাশ উদ্ধার করেছে। পরিবার থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আজ (সোমবার) সকালে তার লাশ টেংড়ীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।