আপডেট: জুলাই ৫, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক,বাকেরগঞ্জ : বিশিষ্ট ব্যবসায়ী, উদীয়মান, গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, মোঃ পলাশ হাওলাদার, আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষন করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মার্জিত, নিরহংকার পরোপকারী পলাশ হাওলাদার ইতিমধ্যে এলাকায় দলমত নির্বিশেষে সকলের প্রিয়পাত্র হিসেবে পরিচিতি পেয়েছেন। অসহায় মানুষের কাছে তিনি যথেষ্ট সুনাম কুড়িয়েছেন অল্প সময়ের মধ্যেই। নিজ এলাকায় সকল মানুষের সাথে রয়েছে তার নিবিড় যোগাযোগ, নিজের সম্পদ ব্যয় করে আর্থিক সাহায্য করে, সুসংগঠিত রাখতে তিনি সর্বদা অগ্রনী ভুমিকা রাখেন। কোন মানুষ বিপদে পড়লে আর্থিকসহ যেকোন সাহায্যে তিনি সর্বাগ্রে এগিয়ে আসেন।
তার সম্পর্কে এলাকায় সাধারণ মানুষের সাথে আমাদের প্রতিবেদক কথা বলে জানতে পারেন, মোঃ পলাশ হাওলাদার উক্ত ওয়ার্ডে সকল পেশা শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি খেটে খাওয়া অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান।
এ প্রসঙ্গে মোঃ পলাশ হাওলাদার জানান, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ড এ কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো। আমার ওয়ার্ডে কোন বেকার লোক থাকবে না। যারা বেকার আছে কর্মসংস্থান করে দিব। ৮নং ওয়ার্ডকে বাকেরগঞ্জের সর্বাধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে উক্ত ওয়ার্ডের বাসিন্দাদের উপহার দিব ইনশাআল্লাহ।