আপডেট: জুলাই ৫, ২০২০
রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকার বটেরতল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর একজন আহত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামের আবু মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮) এবং একই গ্রামের শাহারুল
ইসলামের ছেলে মোস্তফা (১৯)। এ সময় গুরুতর আহত হয়েছেন সাগর মিয়া (১৭) আরও একজন।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ওই সড়কের ডাকঘর এলাকার বটেরতল নামক স্থানে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহীবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই দুই কিশোর নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী সাগর (১৭) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীরা গাইবান্ধা অভিমুখে যাচ্ছিল। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ডাকঘর এলাকার বটেরতল নামক স্থানে পৌঁছিলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এসময় আকাশ মিয়া এবং মোস্তফা ঘটনাস্থলেই নিহত হয়।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটকের জন্য তথ্যানুসন্ধান অব্যাহত রয়েছে।