১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

টাঙ্গাইলে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীর চোখ তুলে নিলো স্বামী

আপডেট: জুলাই ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে শ্বশুড়বাড়িতে গিয়ে রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে স্ত্রীর চোখ তুলে নিয়েছে বর্বর স্বামী ফারুক হোসাইন (২০)। রোববার ভোর রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা গ্রামের চৌধুরীবাড়ীতে এ ঘটনা ঘটেছে । গুরুতর আহত স্ত্রী আখি আক্তারের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
আখি আক্তারের কাকা মো. খোকন মিয়া জানান, গত সাত বছর আগে মির্জাপুর উপজেলার বুসুন্দী
গ্রামের আব্দুর রহমানের ছেলে ফারুক হোসাইনের সাথে তার ভাতিজির বিয়ে হয়। বিয়ের কিছুদিন
তাদের ভাল চলছিলো। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। ফারুকের বাবা বিদেশ থাকার সুযোগে ফারুক ও তার মা মাদক ব্যবসা করতে থাকে। পরবর্তীতে ফারুক তার স্ত্রী আখি আক্তারকেও মাদক বিক্রি করতে
বললে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আখি তার বাবার বাড়ি চলে আসে। পরবর্তীতে শালিসী বৈঠকের মাধ্যমে মীমাংসা করে আখি আক্তারকে ফারুকের বাড়ি পাঠানো হয়। কিন্তু তারপরও ফারুক তার স্ত্রীকে মাদক বিক্রি করতে বলে। কিন্তু আখি আক্তার রাজি না হওয়া একাধিকবার তাকে স্বামী ফারুক মারধর করে।
এবিষয়ে একাধিকবার শালিসী বৈঠকও হয়েছে।
তিনি আরও জানান, গত এক বছর আগে ফারুকের কাছ থেকে আখি চলে এসে গাজীপুরে
গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী নেয়। সেখানেও তাকে ফোন করে চোখ উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয়। গত রমজান মাসে ফারুক গাজীপুর আখির বাসায় গিয়ে ছুরি দিয়ে এলোপাথারী কুপিয়ে আখিকে আহত করেছিলো। ওই ঘটনায় গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলো আখি।  তার পরেও একাধিকবার মোবাইল ফোনে আখি আক্তারসহ তার পরিবারের সদস্যদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ফারুক।
রোববার ভোর রাতে শ্বশুড়বাড়িতে গিয়ে সিঁধ কেটে আখিদের ঘরে প্রবেশ করে ফারুক।কেউ কিছু বুঝে উঠার আগেই কাঁচি (সিজার) দিয়ে আখির চোখে ঘা মেরে চোখ তুলে নিয়ে পালিয়ে যায়। আখির আর্তচিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এসে ফারুককে খুঁজতে থাকে।
অনেক খোঁজখুঁজির পর ফারুককে পাওয়া যায়নি। আখির চোখে ব্যাপক রক্তক্ষরণ হলে আখিকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়। অবস্থার অবনতি হলে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ফারুক হোসাইন মাদক সেবন ও মাদক
ব্যবসার সাথে জড়িত। মাদক বিক্রি নিয়ে স্বামী স্ত্রীর সাথে ঝগড়ার
সৃষ্টি হয়। অবশেষে মাদক ব্যবসায়ী নেশাখোর ফারুক হোসাইন আখির চোখ উপড়ে ফেলে পালিয়ে যায়। এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, কিছুক্ষণ আগে ঘটনা জানতে পেরে একজন
এসআইকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network