আপডেট: জুলাই ৪, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : উজানের পাহাড়ী ঢল আর গত দু-দিনের ভারী বর্ষণে নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। বিপদ সীমার ২২সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। ফলে তিস্তা নদীর পাশ্ববর্তী গ্রামগুলো ডুবতে শুরু করেছে। ডিমলা ও জলঢাকা উপজেলা ১০টি ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, আজ শনিবার সকাল ৬টার সময় থেকে তিস্তা নদীর পানি নীলফামারী ডালিয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তৃতীয় দফায় তিস্তা নদীর পানির বৃদ্ধির কারণে আতংকিত হয়ে পড়েছে তিস্তা পাড়ের ৪০ হাজার মানুষ। তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল গুলো ডুবতে শুরু করেছে।