২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচি

আপডেট: জুলাই ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের পশ্চিম চৌরাস্তা (বটতলা) হতে ব্র্যাক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারের দাবীতে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে শনিবার ( ৪ জুলাই) সকালে বটতলায় প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, সিপিবি’র উপজেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর সমশের আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক নূরনবী চঞ্চল, রাস্তা সংস্কার আন্দোলন কমিটির আহবায়ক দুলাল সরকার, ছাত্র ইউনিয়ন নেতা আবু সালেহ সিহাব প্রমূখ।

পরে সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম এসে সড়কটি দ্রত সংস্কারের আশ্বাস দেন। কর্মসূচীতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ নেয়।

কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ওই সড়কে পশু হাসপাতাল, পল্লী বিদ্যুত অফিস, টেলিফোন অফিস, ব্র্যাক অফিস, মহিলা কলেজ, ইকো পাঠশালা, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্টমেথিউজ ইংলিশ মিডিয়াম স্কুল, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহ অনেক জনগুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। এ ছাড়াও উপজেলার দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা এবং সেনগাঁও ইউনিয়ন বাসীকে এ সড়ক দিয়েই উপজেলা সদরে প্রবেশ করতে হয়। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ পথচারীদের।

উল্লেখ্য, এ সড়ক সংস্কারের দাবীতে এর আগেও সড়কে ধানের চারা রোপন করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network