১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে চুরি

আপডেট: জুলাই ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের  কালিহাতী উপজেলার মগড়া বাজারে ওয়াসিম বস্ত্রালয়ে  নগদ অর্থসহ ৮ লাখ টাকার কাপড়  চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে  এ চুরির ঘটনা ঘটেছে।

ওয়াসিম বস্ত্রলয়ের মালিক আয়নাল হক জানান, বুধবার রাতে দোকানের শার্টারের তালা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও ৬ লাখ টাকার দামি কাপড় নিয়ে গেছে। এঘটনায় বাজারের পাহারাদার না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে বলে ওয়াসিম বস্ত্রলয়ের মালিক আয়নাল হক সাংবাদিকদের  জানান।
এ ঘটনায় কালিহাতী থানাধীন মগড়া ফাড়িতে পাহারাদার জাহিদুল ইসলাম, সাইদুল, মমিন, ফরহাদ, বাসু দেব কর্মকারকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে  জানা গেছে।
মগড়া ফাড়ির পুলিশের ইনচার্জ  আব্দুল বারী জানান, দশকিয়া ইউনিয়নের মগড়া বাজারের কৃষি ব্যাংকের নিচতলায় ওয়াসিম বস্ত্রলয়ের শার্টারের তালা ভেঙ্গে দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতেই পাহারাদারদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দ্রুত এ ঘটনা রহস্য উদ্ঘাটন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network