আপডেট: জুলাই ৩, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: উল্লাপাড়ায় প্রায় ১০ হাজার লোকের ভূড়িভোজের আয়োজন বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে ওয়ার্ড ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি তার বাবার কুলখানি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই করোনাকালে স্বাস্থ্য বিধি না মেনে ১০ হাজার লোককে খাওয়ানোর জন্য জবাই করা হয় ১০টি গরু ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক হুমায়ন কবীর জানান, ওই বড় আয়োজনের কুলখানির খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান পুলিশ বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতে আব্দুল্লাহ আল কাফিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে রান্নাকরা সমস্ত খাবার পার্শ্ববর্তী এলাকার গরীব ও দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।