৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে সাবেক মন্ত্রীর স্মৃতিফলক উন্মোচন

আপডেট: জুন ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক এবং তদানীন্তন যুক্তফ্রন্ট সরকারের কৃষি,খাদ্য,মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের মন্ত্রী নীলফামারীর সন্তান মরহুম খয়রাত হোসেনের ছবি সম্বলিত স্মৃতি ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

সোমবার (২৯ জুন) বিকালে জেলা পরিষদ সংলগ্ন নতুনবাজার যাওয়ার পাকা সড়কের নাম ফলক উম্মোচন করেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার, অতিরিক্ত পুলিশ (সদর) রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত মরহুম খয়রাত হোসেনের ছেলে হাসনাত বিন খয়রাত ও নাতী নাতনী যথাক্রমে ইমরান বিন হাসনাত, নাইয়াব বিনতে হাসনাত ও ডাঃ রাইয়ান বিন হাসনাত।

সূত্রমতে, ১৯০৯ সালে ১৪ নভেম্বর নীলফামারীর বেড়াকুঠি গ্রামে খয়রাত হোসেন জন্মগ্রহন করেন। তার পিতা হাজী হেদায়েত উল্লাহ। ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট মন্ত্রীসভা গঠন করা হলে তিনি খাদ্য, কৃষি ও পশুপালন মন্ত্রী হিসেব নিযুক্ত হয়েছিলেন। তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন। এছাড়া আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতিক নিয়ে তিনবার এমপি নির্বাচিত হন। ৫২ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর হাত ধরে তিনি ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭২ সালের ১০ মার্চ জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি জেলা শহরের নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network