১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৮০৯, মৃত্যু ৪৩ জনের

আপডেট: জুন ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৯ জন আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা ত্রিশের কোটায় থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে চল্লিশের ঘরে পৌঁছেছে। এই সময়ের মধ্যে সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৪ জন।

আজ রোববার (২৮ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৩৪টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা।

তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মারা গেছেন ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ১ জনকে।

ডা. নাসিমা সুলতানা বলেন, যে ৪৩ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭১৭ জন, ছাড় পেয়েছেন ৪৬১ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ২৪ হাজার ৮১০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১০ হাজার ২২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৫২৩ জন।

ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৩ হাজার ৯০ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭১ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৪০৫ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৬৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৪ হাজার ৫৯৮ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network