১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

ভারী বর্ষণে আবারও বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি

আপডেট: জুন ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : ভারী বর্ষণ আর উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা নদীর কাছে চরগ্রাম গুলোতে পানি উঠেছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস সর্তকীকরন কেন্দ্র  জানায়, বৃহস্পতিবার রাত হতে তিস্তার পানি হুহু করে বাড়তে থাকে। রাত ২ টার পর  বিপদসীমা অতিক্রম করে। যা শুক্রবার সকাল ৬ টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)।
তিস্তা নদীর পানি বেড়ে যাওয়া তিস্তা নদী সংলগ্ন ডিমলা উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন চর ও নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ওইসব এলাকার উঠতি ফসল। পাশাপাশি স্বেচ্ছাশ্রমে নির্মিত চরখড়িবাড়ী এলাকার একটি ক্রস বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানান এলাকাবাসি।

ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ জানান তিস্তার পানি বেড়ে যাওয়ায় তার ইউনিয়নের চরাঞ্চলের মানুষজন আতংকে রয়েছে।

এদিকে পানির গতি নিয়ন্ত্রনে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারী বর্ষন ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আজ সকাল ৬টা থেকে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network