আপডেট: জুন ২৬, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আজিমুল হক (৪১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পীরগঞ্জে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গোররা গ্রামে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজিমুল হক জমিতে হালচাষ করার সময় আকস্মিক বজ্রপাত হয়। এবং এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এতথ্য নিশ্চিত করেছেন কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা।