আপডেট: জুন ২৪, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। এরা হলো, এই গ্রামের মাসুদ রানার মেয়ে মাহিয়া (৭) ও জাহাঙ্গীর হোসেনের মেয়ে মরিয়ম (৮)।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এরা দুইজন সম্পর্কে ফুফু ও ভাতিজি। নিহত মাহিয়ার দাদা বেল্লাল হোসেন জানান, ঘটনার সময় এই দুই শিশু বাড়ি থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরে নামলে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পর রাতে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করেন।
উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।