আপডেট: জুন ২২, ২০২০
হারুনুর রশিদ, নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীরামপুর ডিসি হইতে নীলকুঠি পযর্ন্ত গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নকাজ চলছে। কিন্তু এই কাজ থেমে কারণে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ থেমে থাকায় মারাত্মক সমস্যা হচ্ছে যানবাহন চলাচলে।
জানা যায়, গত বছরের ২৯ সপ্টেম্বর থেকে ১৫ কোটি টাকা ব্যয়ে ১২.৭৩ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। রাস্তার কাজে ধীরগতির কারণে ঐ সব এলাকার মানুষকে চরম বিড়ম্বনায় মধ্যে পড়তে হচ্ছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে সংস্কারকাজ শেষ হওয়ার কথা। এই এলাকাগুলো হলো হাসিমপুর, আশরাফপুর, মহেশপুর, সাপমারা, পাহারকান্দি, পাগলাবাজার, নীলকুঠি। ঐ সব এলাকার রাস্তার সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু এই কাজে ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছে এলাবাসী সহ দরর্শনার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শ্রীরামপুর ডিসি হইতে নীলকুঠি পযর্ন্ত রাস্তাটিতে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। এলাকাটি বাজার কেন্দ্রীক হওয়ায় সব সময় ট্রাকসহ অন্যান্য যান চলাচল করে। কিন্তু বর্তমানে এগুলোর চলাচলে খুব সমস্যা হচ্ছে।
বিভিন্ন গাড়ী চালকরা জানান, সংস্কারের জন্য অর্ধেক রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। ফলে রাস্তা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় খানাখন্দে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দিনের বেলা রাস্তার মধ্যে কোনো রকমে চলাচল করা গেলেও রাতে খুব অসুবিধা হয়।
এলাকাবাসীরা জানায়, রাস্তার কাজ শেষ হতে দেরি রাস্তা জুড়ে বড় বড় গর্তে পানি জমে রয়েছে যার ফলে চলাচলে কষ্ট হচ্ছে শুধু তাই নয়, ব্যবসা-বাণিজ্যেও সমস্যা দেখা দিয়েছে। কেননা ভারী যানবাহন চলাচল করতে ও কষ্ট হয়।
রায়পুরা উপজেলা প্রকৌশলী মোঃ শামীম ইকবাল মুন্না বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রকল্প থেকে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। লগডাউনের কারনে বন্ধ ছিল এক সপ্তাহের মধ্য কাজটি শুরু হয়ে যাবে।