আপডেট: জুন ২২, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : করোনা দুর্যোগকালিন টিম, বালুবাড়ী, দিনাজপুর এর উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমন থেকে নিজেকে রক্ষা করার জন্য সচেতনতা মুলক প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।
২২ জুন ১১টায় বালুবাড়ী শহীদ মিনার মোড় এলাকায় উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শহরের ফুলবাড়ী বাস স্ট্যান্ড এলাকা, পলিটেকনিকেল মোড়, মহারাজা মোড়সহ বিভিন্ন এলাকায় করোনা সংক্রমন হতে বাঁচার জন্য জনসচেতনতা মুলক প্রচারণা কাজ পরিচালনা করা হয়। এ সকল এলাকয় প্রচারণা কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন যানবাহনে মাস্ক বিহীন যাত্রীদের মুখে মাস্ক পরেিনা হয়, অটো রিকসায় ২জনের অধিক থকলে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং জনসচেতনতা মূলক প্রচারণা হ্যান্ড বিল বিতরণ করা হয়।
প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন টিমের আহবায়ক জেলা পরিষদের সদস্য মোঃ ফয়সার হাবিব সুমন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির পলি ব্যুরো সদস্য মোঃ মাহমুদুল হাসান মানিক, কমিনিউস্ট পর্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. মেহেরুল ইসলাম, সমাজ সেবক হাফিজুল কাদের লাবু, ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনজুরুল হোসেন ডাবলু, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরুণ, টিমের সদস্য মো. এনামুল হক চৌধুরী, আসাদুর রহমান ভূইয়া তপন, মো. রোকনু জ্জামান রোকন, সুলতান মাহমুদ (সুলভ), মো. তাজুল ইসলাম তাজু প্রমুখ।