১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা উপসর্গ নিয়ে  মৃত ব্যক্তিকে গোসল ও দাফন করলেন থানা পুলিশ; আসেননি পরিবার ও স্বজনরা

আপডেট: জুন ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ব্যবসায়ী বুলবুল আহমেদ করোনা উপসর্গ নিয়ে শনিবার রাতে মৃত্যুবরণ করেন।
তাঁর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর কথা পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানা পুলিশকে জানালে রাতেই ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আল বেরুনী ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালালের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ দিন আগে থেকে হঠাৎ করেই বুলবুলের শরীরে দেখা দেয় জ্বর সেই সাথে শুকনো কাশি। মৃত্যুর ২ দিন আগে শ্বাসকষ্ট বেড়ে গেলে শনিবার দিনে বুলবুল নিজেই মুঠোফোনে হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসার জন্য জানান। পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে ঐদিনই দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্ট ও শরীরে জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি ভেড়ামারা পৌরসভার কাচারীপাড়া(মহিলা কলেজের সামনে) এলাকার মৃত শামসুল হুদার পূত্র এবং বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী ছিলেন ।
বুলবুল কারোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ  করেছে ভেবে পরিবার ও স্বজনরা কেউ লাশের কাছে আসেনি। অবশেষে ভেড়ামারা থানা পুলিশের একটি টিম মৃত বুলবুলের লাশ গোসলসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। আজ রবিবার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে ভেড়ামারা ফারাকপুর গোরস্থানে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ আল বেরুনী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালালসহ থানা পুলিশের একটি দল,  ভেড়ামারা পৌরসভার কাউন্সিলর ফারুক হোসেন ও ফিরোজ আলী মৃধা, ভেড়ামারা প্রেসক্লাবের আইন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ওলি ইসলাম, ভেড়ামারা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মকবুল হোসেন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network