এম মোজাহিদ, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের পাশের ড্রেইন থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে স্হানীয় পুলিশ। স্থানীয়রা এ বিষয়ে ধারনা করছেন শিশুটির বয়স আনুমানিক ৩-৪ দিন হবে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন, কে বা কারা শিশুটির লাশ ড্রেইনে ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেননি।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করেছেন। এছাড়া ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।এর চেয়ে গর্হিত কাজ আর হতে পারে। পাষান মা বাবা হলে এরকম ঘটনা ঘটে।