২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

কামাল লোহানীর মৃত্যুতে শোকবিহল উল্লাপাড়া

আপডেট: জুন ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে তার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলাসহ গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিজ উপজেলা উল্লাপাড়ায় ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া ও নাট্যসংগঠনগুলোর নেতা কর্মকর্তা কর্মচারীরা শোকবিহল হয়ে পড়েন। অনেককেই চোখের পানি ফেলতে দেখা যায়।

কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শামীম হাসান, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল সাত্তার ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয়, শিল্পকলা একাডেমী উল্লাপাড়া শাখার সম্পাদক সুমিরা শারমিন সুমি, উদীচী শিল্পী গোষ্ঠী উল্লাপাড়া শাখার সম্পাদক মজিবুর রহমান, রিমঝিম কচি কাঁচার মেলার পরিচালক শাহাদৎ হোসেন, এসো গান শিখি সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক রিলা চৌধুরী, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানীর মরদেহ শনিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি সোনতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্ত্রী দীপ্তি লোহানীর পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network