আপডেট: জুন ১৯, ২০২০
জাহাঙ্গীর আলম : টাঙ্গাইলের কালিহাতীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের মালিক ও ড্রাইভার আহত হয়েছে।
আহতরা হলেন, ট্রাকের মালিক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী (মোদকপাড়া) গ্রামের ইমান আলীর ছেলে ফজলুল হক (২৮) ও ড্রাইভার একই গ্রামের মৃত জয়নালের ছেলে রূপচাঁন (২৩)।

জানা যায়, শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটায় নারান্দিয়া থেকে নাটোরের বনপাড়ায় আম আনতে যাওয়ার সময় উপজেলার সল্লা কামাক্ষার মোড় পর্যন্ত পৌছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের মালিক ও ড্রাইভার গুরুত্বর আহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।