সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ, ১২ দাগ, চাঁদগ্রাম ইউনিয়ন ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের আংশিক এলাকা রেডজোন ঘোষণা করে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এ সময় এলাকাবাসীকে মেনে চলার জন্য দিক- নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে।
এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী ও থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা শাহজালাল স্থানীয় সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ও কাউন্সলরবৃন্দ উপস্থিত ছিলেন।
লকডাউন বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকা হতে কার্যকর হচ্ছে। পরে দুপুরে ভেড়ামারা বাজারে ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা। এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮, ২৫(১)(খ) ধারার অপরাধ (২) মতে ৫টি মামলায় ৭জনকে ৩হাজার ৫শত টাকা অর্থ দণ্ড প্রদান করেন।
রেড জোন এলাকার হাট-বাজার, অফিস পূর্বের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তারপর শুধুমাত্র ঔষধের দোকান খোলা থাকবে। নির্ধারিত সময়ের পরে দোকান-পাট খোলা রাখলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইউএনও সোহেল মারুফ জানান।