৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

রংপুরের আল আমিনকে হত্যা চেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : রংপুরে জি এম এগ্রোর মার্কেটিং অফিসার আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ক্রপ প্রোটেকশন অফিসার এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আকমাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান, মোস্তফা নিজামী, সাধারন সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, জি এম এগ্রোর মার্কেটিং অফিসার আল আমিন গত ১৩ জুন দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হাবিব ট্রেডার্স এর স্বত্তাধিকারী হাবিবুর রহমান কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে আক্রমনের শিকার হন এবং গুরুতর আহত হয়ে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network