আপডেট: জুন ১৬, ২০২০
অমর চাঁদ গুপ্ত অপু, দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ইউনিয়নের বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
গত রবিবার ১৪ জুন দুপুর আড়াই টায় উপজেলার ৪ নং বেতদীঘি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৩০ জন বয়স্ককে জন প্রতি ৬ হাজার টাকা, ৩০ জন বিধবার জনপ্রতি ৬ হাজার এবং ৩০ জন প্রতিবন্ধীর জন প্রতি ৯ হাজার টাকা করে প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন।