আপডেট: জুন ১৬, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ঢেলাপির নামক স্থান থেকে আব্দুল মালেক (২৮) নামের এক বিক্রয়কর্মীর লাশ উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ।
স্থানীয় সূত্রমতে জানা যায়, সৈয়দপুর পৌর এলাকার ওয়াপদা ফকিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল মালেক। সে একটি পাইকারি দোকানের বিক্রয় কর্মী হিসেবে কাজ করতো।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ঢেলাপির হাটে বাজার করতে এসে আর ঘরে ফিরেনি। সোমবার সকালে স্থানীয় লোকজন কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি সাইকেলা গ্যারেজে আব্দুল মালেকের নিথর দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।