২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

উল্লাপাড়ায় করোনা উপসর্গে আরো ১ ব্যক্তির মৃত্যু

আপডেট: জুন ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে মারা গেলেন নুর মোহাম্মদ (৫০) নামের আরো ১ ব্যক্তি।

তিনি উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লার মৃত রইচ উদ্দিনের ছেলে। গত ২৪ ঘন্টার ব্যবধানে উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ২জন মারা গেল। অপর মৃত ব্যক্তি হলেন উল্লাপাড়া সদর ইউনিয়নের বজ্ররাপুর গ্রামের শুকুর আলী।

উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, ৫দিন আগে নুর মোহাম্মদের করোনা উপসর্গ দেখা দেয়। তিনি বিষয়টি গোপন রেখে নিজেই নিজের চিকিৎসা করছিলেন। শনিবার সকালে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, নুর মোহাম্মদ তার অসুস্থতার বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানাননি। তার মুত্যুর পর নুর মোহাম্মদের লাশের ও পরিবারের সকল সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। নুর মোহাম্মদের লাশ যারা দাফন করবেন তাদের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে পিপিই সরবরাহ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network