আপডেট: জুন ১১, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : করোনাকে ভয় নয় বরং সতর্ক থাকুন মাক্স পড়ে বাইরে বের হোন এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার ১১ জুন সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সেতাবগঞ্জ পৌর এলাকায় মাক্স বিতরণ করা হয়েছে।
বাচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে সেতাবগঞ্জ পৌর এলাকার ৩ টি পয়েন্টে স্কুল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে, চৌরাস্তা মোড় ও বড়গোলা কাঁচাবাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে মাক্স বিতরণ করে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
মাক্স বিতরণ করেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুস সবুর, মো. জাফরুল্লাহ, আলহাজ্ব আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার অধিকারী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান কবীর, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক আকতারুজ্জামান সজীব, যুব ও ক্রীড়া সম্পাদক বরুন চন্দ্র সরকার, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান, নুরুজ্জামান সোনা প্রমুখ।