আপডেট: জুন ১১, ২০২০
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : উল্লাপাড়ায় হাসমত আলী (৪২) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে স্থানীয় জনতা।
হাসমত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে। ঘটনার সময় তিনি উপজেলার রাজমান বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। এসময় তার আরো দুইজন সহযোগী ছিলেন। এরা হলেন, উল্লাপাড়া উপজেলার রাওতান গ্রামের তোফাজ্জল হোসেন এবং নন্দীবেড়া গ্রামের কোয়াক ডাক্তার রিপন আলী। তারা দুইজন সে সময় পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটন জানান, উক্ত ভুয়া ম্যাজিস্ট্রেট তার দুই সহযোগীকে নিয়ে বিভিন্ন চায়ের দোকান ও অন্যান্য দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে ১০/১২ হাজার টাকা তোলেন।
এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং পরে হাসমত আলী ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমানিত হলে তাকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, হাসমত আলীর নিকট থেকে ২ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে।
এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।