নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : সোমবার স্বাশিপ আয়োজিত ‘ভার্চ্যুয়াল’ সংবাদ সম্মেলনে দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক স্বার্থে মুজিব শতবর্ষে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স- মাস্টার্স, সেকায়েপ প্রকল্পের শিক্ষক সহ সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা,বাড়িভাড়া, চিকিৎসা ভাতা,উৎসব ভাতা বৃদ্ধি,অতিদরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি, কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদানের জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগদান এবং বেসরকারি শিক্ষকদের বদলি কার্যকর করা দাবি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সংবাদ সম্মেলনে স্নাগত বক্তব্য রাখেন স্বাশিপ সভপতি প্রফেসর ডক্টর আবদুল মান্নান চৌধুরী। লিখিত বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন,করোনায় শিক্ষা সেক্টর ব্যপকভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে। ইতোমধ্যে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। ননএমপিও প্রতিষ্ঠান গুলি চরম অর্থ সংকটে পড়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অর্থভাবে মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করা হলে শিক্ষা সেক্টর চরম সংকটে নিপতিত হবে। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু আশাবাদ ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অচিরেই সকল সংকট মোকাবেলা করে আবার শক্ত হাতে ঘুরে দাড়াবে।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, সরকার এই সংকট মোকাবেলায় সর্বোত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। করোনার ঝুকির মধ্যেও ২৭৩০ প্রতিষ্ঠান এমপিও, এসএসসি পরীক্ষার পেপারলেস রেজাল্ট প্রকাশ,কল্যাণ ট্রাস্ট থেকে ১২০০ শিক্ষক কর্মচারীর মধ্যে ৪০ কোটি টাকার সুবিধা প্রদান,সংসদ টিভির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু রাখার উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু দেশের এই দুর্যোগে সকল শিক্ষকদের যার যার অবস্থান থেকে সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানান। একই সাথে তিনি সকল প্রতিকুল অবস্থা মোকাবেলা করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান