সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করলেন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক, কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ভেড়ামারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ডাক্তার কামরুল ইসলাম মনা।
স্ব-শরীরে থানায় উপস্থিত হয়ে তিনি মঙ্গলবার ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
সাধারণ ডায়েরি দায়েরের পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনা সাথে কে বা কারা জড়িত সেটি তদন্তে মাঠে নেমেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সাংবাদিক ডাক্তার কামরুল ইসলাম মনা জানিয়েছেন, কয়েকদিন ধরে আমার বাসার সামনে অপরিচিত মানুষের আনাগোনা। বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকিস্বরূপ বিশেষ বিশেষ মহলের আশীর্বাদপুষ্টরা আমার উপর নজরদারি চালাচ্ছেন। বিষয়টি আমি বুঝতে পেরেছি। আমার ধারণা যে কোনো সময় আমার ও আমার পরিবারের উপর মহলটি বড় ধরনের ক্ষতি করতে পারে। সেটি ভেবেই আমি ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।