২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

দিনাজপুর জেলা প্রশাসককের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে অত্যাধুনিক থার্মোমিটার ও অক্সিমিটার প্রদান

আপডেট: জুন ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : চলমান করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কর্মকৌশল নির্ধারণ বিষয়ক আলোচনা সভা দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ১০ জুন সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এর সভাপতি মো. সুজা-উর রব চৌধুরী, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্প, সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু প্রমুখ।
সভা শেষে করোনাভাইরাস প্রতিরোধে শরীরের তাপমাত্রা নির্ণয় করার ১০টি অত্যাধুনিক থার্মোমিটার জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম-এর মাধ্যমে সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এর কাছে হস্তান্তর করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র এর সভাপতি মো. সুজা-উর রব চৌধুরী। একইভাবে মানব দেহের অক্সিজেন মাত্রা নির্ণয় করার ১৩টি অত্যাধুনিক যন্ত্র “অক্সিমিটার” হস্তান্তর করেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপ এর সভাপতি মো. মোছাদ্দেক হুসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network