আপডেট: জুন ১০, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে একদিনে করোনা ৪১ জনের শনাক্ত এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০০ জনে (ডাবল সেঞ্চুরি)।
বুধবার (১০ই জুন) এ বিষয়ে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্র্মন।
মঙ্গলবার (৯ই জুন) রাত ৮ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে ৫ ও ৬ জুনের পাঠানো নমুনায় ১২ জন ও রাত সাড়ে ১০টায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে ৩ ও ৪ জুন পাঠানো নমুনার ২৯ জন সহ একদিনে ৪১ জনের করোনা পজিটিভের রিপোর্ট পায় জেলা স্বাস্থ বিভাগ।
জেলা স্বাস্থ বিভাগ সূত্রে জানা যায়, দিনাজপুর হতে পাঠানো ১২ জন করোনা পজেটিভের মধ্যে ডিমলা উপজেলার তিস্তা নদীর চরখড়িবাড়ি গ্রামে একই পরিবারের ৫ , পশ্চিমছাতনাইয়ে স্বামী স্ত্রী ২ সহ ৯ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩ জন । ঢাকা হতে প্রেরিত রির্পোটে ২৯ জন পজেটিভের মধ্যে নীলফামারী সদরে ৮, জলঢাকা উপজেলায় ১৯ ও সৈয়দপুর উপজেলায় ২জন।
সভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানায়, জেলায় পূর্বের করোনা শনাক্ত ১৫৯ জন নতুন করে ৪১ জন নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাড়ালো ২০০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৯ জন, আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১২৭ জন ও মৃত্য বরণ করেছে ৪ জন।