আপডেট: জুন ৮, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : সাবেক স্বাস্থ মন্ত্রী মোহাম্মদ নাসিম এর রোগ মুক্তি কামনা করে নীলফামারী জেলা পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ই জুন) দুপুওে জেলা পরিষদের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, জেলা পরিষদ সদস্য প্রভাষক হান্নান সরকার, ইসরাত পল্লবী, শিউলি আক্তার প্রমূখ। জেলা পরিষদ সূত্রে জানা যায়, সাবেক স্বাস্থ মন্ত্রীর সুস্থতা কামনা করে জেলার সকল মসজিদে আছরের নামাযের পর দোয়া অনুষ্ঠিত হবে।