১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান এর বিরুদ্ধে ত্রানের চাল ওজনে কম দিয়ে চুরি. আত্মসাৎ ও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউপি সদস্যরা।

সোমবার (৮ জুন) পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে ইউপি সদস্য নুর আলম ভুট্টু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মনিরুজ্জামান সরকার বাবু, মোঃ নাসির উদ্দিন, মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন প্রতিবন্ধীদেও সভাপতি মোঃ আসিদুল ইসলাম।

এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তার বলেন, এই চেয়ারম্যান একজন চোর চেয়ারম্যান। কিছুদিন আগে করোনার ত্রানের চাল ওজনে কম দিয়ে চুরি করার চেষ্টা করলে হাতে নাতে ধরা পড়ে। আবার তমা রানী নামে এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক রেখে এখন তমা রানী বউয়ের দাবি নিয়ে তার বাড়ী গেলে সে মাইরধোর করে বের করে দেয়। তমা রানীর সাথে অবৈধ সম্পর্ক এলাকার সবাই জানে।

বক্তার আরো বলেন, চেয়ারম্যান একটু প্রভাবশালী দেখে প্রশাসন মনে হয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। কিছুদিন আগে ত্রানের চাল আত্মসাৎের সময় ধরা পড়লেও তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহন করা হয় নি। আমরা পঞ্চপুকুর ইউনিয়ন বাসী আমরা এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই দুশ্চরিত্র, লম্পট ও জেনাখোর চেয়ারম্যানকে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মানববন্ধনে অংশগ্রহন কারী সরকার পাড়ার জোহেরা খাতুন বলেন, আমি চেয়ারম্যানের কাছে আমার বিধবাভাতা করে দেওয়ার জন্য অনুরোধ করলে চেয়ারম্যান আমার কাছে পাঁচ হাজার টাকা চায়। আমি বিধবা মানুষ মানুষের বাড়ীতে কাজ করে টাকা জমিয়ে তাকে পাঁচ হাজার টাকা দেই। কিন্তু চেয়ারম্যান আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি বিভিন্ন মাসের নাম বলে সময় পার করছেন আমায় এখনো বিধবাভাতার কার্ড করে দেয় নি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network