আপডেট: জুন ৮, ২০২০
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় গত রবিবার (৭ জুন) রাত ৮ টায় মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত কমল চন্দ্র নবাব (২৯)। কমল চন্দ্র নবাব চিরিরবন্দর উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুঁড়ি গ্রামের ব্রক্ষ্ম দাসের ছেলের। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক জানান, ২৯ মে কমল চন্দ্র নবাব নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষার দুইদিন পূর্বে কমল চন্দ্র নবাব করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ী এসেছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে।#