২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 

চিরিরবন্দরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনিকা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার (৮ জুন) দুপুর আড়াইটায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের হাজিপাড়ায়। নিহত আনিকা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে।

প্রতিবেশীরা জানান, বাড়ীর লোকজনের অলক্ষ্যে আনিকা অন্যান্য শিশুদের সাথে নিজ বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে নামার সাথেই পানির গভীরে সে তলীয়ে যায়। তার সঙ্গী শিশুরা ঘটনাটি বাড়ীর লোকজনকে জানালে লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে আনিকার মরদেহ ভেসে উঠে। পরে লোকজন তার মরদেহ উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। #

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network