নিহত তোফাজ্জল হোসেন রায়পুরা উপজেলাদীন রাধানগর ইউনিয়নের সাহেরচর পূর্বপাড়া উমান প্রবাসী আকবর আলীর ছেলে সে সাহেরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
শনিবার (৬ জুন) বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় রাধানগর ইউনিয়নের নিজগাঁও হাওড় এলাকায় ৬ ছেলে বাড়ির পাশে ফুটবল খেলার সময় হটাত বজ্রপাতে ঘটনাস্হলে তোফাজ্জলের মৃত্যু হয়। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুর্শেদ আলম স্বপন জানান, আমি খবর পেয়ে তাত খনিক নিহতের বাড়িতে ছুটে আসি নিহতের পরিবারের প্রতি রইলো সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
প্রতিবেশিরা বলেন, তোফাজ্জল বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে নিজগাঁও হাওড়ে তোফাজ্জল সহ ৬ ছেলে খেলার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এতে ঘটনাস্থলে তোফাজ্জলের মৃত্যু হয় অপর জন গুরুতর আহত হয় এনামুলকে কিশোরগঞ্জের ভৈরব ট্রমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার অবস্থা আশংকাজনক আপর ৪ জনও ছাত্র স্হানীয় চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন বলে জানান স্বজনরা । নম্র ভদ্র স্কুল ছাত্রের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে সন্ধ্যা ৮ ঘটিকার সময় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।